Ajker Patrika

নদী-খাল দখলমুক্ত করার দাবি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৪
নদী-খাল দখলমুক্ত করার দাবি

বিশ্ব নদী দিবস উপলক্ষে বরিশালে নদী-খাল দখল-দূষণ প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় জনগণের প্রত্যাশায় অংশীজনদের করণীয় শীর্ষক ‘রিভার টক’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ব নদী দিবস সম্মিলিত উদ্যাপন পর্ষদ, জেলা কমিটির আয়োজনে নগরীর ডিসি ঘাট এলাকায় ওই রিভার টক অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বরিশালের সৌন্দর্য রক্ষা ও দখলমুক্ত করতে কীর্তনখোলাসহ সকল নদ-নদী ও খালগুলোর সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার স্থাপন করতে হবে। দখলদারদের স্থায়ীভাবে উচ্ছেদ করে পরিবেশসম্মত সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। নদী বা খালের সঙ্গে সেপটিক ট্যাংকের সংযোগ দেওয়া ও গৃহস্থ বর্জ্য নিক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। নগরীর খালের ওপর নির্মাণ করা নিচু ও সমতল পোল ভেঙে নতুনভাবে তৈরি করার আহ্বান জানান বক্তারা।

সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী দীপঙ্কর দাস, পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী মো. রাকিব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ