Ajker Patrika

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৫
ঝিনাইদহে মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস।

ঝিনাইদহ জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিল বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা ঝিনাইদহের প্রথম সম্মুখ যুদ্ধসহ নানা ঘটনার গল্পাকারে শোনান শিক্ষার্থীদের। পরে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত