Ajker Patrika

ফসলি জমির মাটি কেটে সড়ক ভরাট

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ৫৬
ফসলি জমির মাটি কেটে সড়ক ভরাট

অনুমতি ছাড়াই পাশের ফসলি জমি থেকে মাটি কেটে নির্মাণাধীন সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে। মূলত জোর করেই এ কাজটি করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটির শ্রমিকেরা। রাজশাহীর পুঠিয়া থেকে ভবানীগঞ্জ পর্যন্ত সড়ক নির্মাণকাজে এ অভিযোগ উঠেছে। এতে স্থানীয় জমি মালিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, গত অর্থবছরে ১৩০ কোটি টাকা ব্যয়ে পুঠিয়া থেকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণকাজ শুরু হয়। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেড।

গত বুধবার পুনর্নির্মাণাধীন পুঠিয়া-ভবানীগঞ্জ সড়ক ঘুরে দেখা গেছে, পুঠিয়া সদর এলাকাসহ উপজেলার ধোকড়াকুল, বাসুপাড়া, কার্তিকপাড়া ও ধোপাপাড়ার আশপাশের জমি থেকে শ্রমিকেরা মাটি কাটছেন। এই মাটি সড়কের দুই ধারে ভরাটকাজে ব্যবহার করছেন। তবে বাজার এলাকাগুলোতে বাইরে থেকে পাওয়ার ট্রলির মাধ্যমে মাটি এনে ভরাটকাজ করা হচ্ছে।

ধোকড়াকুলের চাষি কামরুজ্জামান বলেন, ঠিকাদারের কিছু লোক এই সড়কের দুই ধার মাটি দিয়ে ভরাটের কাজ করছেন। সড়কে ব্যবহৃত মাটি পাশের জমি থেকে কেটে নেওয়া। শ্রমিকেরা জমির মালিকের অনুমতি নিচ্ছেন না। কোনো জমির মালিক প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন তাঁদের মামলা-হামলার হুমকি দিচ্ছেন। তাই আইনি জটিলতার আশঙ্কায় ভুক্তভোগীরা কোনো প্রতিবাদ করছেন না।

পুঠিয়া পৌরসভা এলাকার তাহের আলী নামের একজন ভুক্তভোগী বলেন, নিয়ম অনুসারে ঠিকাদার বাইরে থেকে মাটি এনে রাস্তার কাজ করবেন। কিন্তু এখানে হচ্ছে তার উল্টো। রাস্তার কাজে আসা লোকজন কাউকে কিছু না জানিয়ে পাশের জমির ওপরের অংশের মাটি কেটে নিচ্ছেন। প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন বলছেন সরকারি নির্দেশ আছে, তাই মাটি কাটছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রায়হানুল হক বলেন, ‘রাস্তার দুই পাশের মাটি ভরাটের কাজ একজন সাপ্লাইয়ারকে দেওয়া হয়েছে। তিনি বাইরে থেকে ট্রলিতে করে মাটি এনে সড়কের দুই ধার ভরাট করছেন বলে জানি।’

সড়ক ও জনপথের রাজশাহী বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামসুজ্জোহা বলেন, ঠিকাদার বাইরে থেকে প্রয়োজনীয় মাটি এনে সড়কের দুই ধার ভরাট দেবেন। রাস্তার সঙ্গে ফসলি জমি থেকে মাটি কেটে তা সড়কে ব্যবহার করার কোনো নিয়ম নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত