Ajker Patrika

কলারোয়ায় বোরোর চারা রোপণ শুরু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১১
কলারোয়ায় বোরোর চারা রোপণ শুরু

সাতক্ষীরার কলারোয়ায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। গতকাল সোমবার চারা রোপণের উদ্বোধন করেন জেলা প্রশাসক হ‌ুমায়ূন কবীর।

উপজেলা সদরের গোপীনাথপুর মাঠের কৃষক আবু বকর আলীর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এ সময় জেলা প্রশাসক হ‌ুমায়ূন কবির বলেন, দেশে শিল্পায়নের ফলে ক্রমেই কৃষিজমি কমে যাচ্ছে অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কৃষিতে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। এরই ধারাবাহিকতায় কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলাতে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধান রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষির বিপুল সম্ভাবনাময় ধান রোপণের নতুন এ প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষক নিজেই খুব অল্প খরচে ধান রোপণ করতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা অঞ্চলের ডিডি কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে যেকোনো মানুষ নিজেই তার জমিতে ধান রোপণ করতে পারবে। ধানের চারা রোপণের মেশিনটির বাজার মূল্য তিন লাখ টাকা কিন্তু কৃষি বিভাগের মাধ্যমে কৃষকেরা ক্রয় করলে সরকার ৫০ শতাংশ ভর্তুকি দেবে। কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ক্রয়ের আবেদন করলে কৃষি বিভাগের মাধ্যমে এ মেশিনটি ক্রয় করতে পারবে।

কৃষক আবু বকর বলেন, অন্য সময় এক বিঘা জমিতে ধান রোপণ করতে প্রায় ২ হাজার ৫০০ টাকা খরচ হত। কিন্তু মেশিনের মাধ্যমে মাত্র ৮০ টাকা খরচে ১ বিঘা জমিতে খুব সহজেই ধান রোপণ করতে পেরে আনন্দিত। এ জন্য তিনি কৃষি বিভাগ ও কৃষিমন্ত্রী সহ সরকারকে ধন্যবাদ জানান।

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর ১৫০ বিঘা জমিতে পরীক্ষামূলক রাইস ট্রান্সপ্লান্টের মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। এতে ২ লাখ ৮৮ হাজার টাকার মতো সাশ্রয় হবে। এ ছাড়া ৬৭ জন চাষির মাঝে সাড়ে ৪ টন ইউরিয়া, সাড়ে ৩ টন টিএসপি ও ২.৫ টন পটাশ সার বিনা মূল্যে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত