Ajker Patrika

বিএনপির প্রচারপত্র বিতরণে ছাত্রলীগের বাধা

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৩৪
বিএনপির প্রচারপত্র বিতরণে ছাত্রলীগের বাধা

মুলাদীতে বিএনপির প্রচারপত্র বিতরণে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে দাবি বিএনপি নেতা-কর্মীরা। তবে ছাত্রলীগ সূত্র জানায়, বিএনপি নেতা-কর্মীরা বাজারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে নেতা-কর্মীরা বাধা দেন।

জানা গেছে, জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানিয়ে এবং জনমত গঠনের লক্ষ্যে সরকার বিরোধী লিফলেট বিতরণ করে উপজেলা ও পৌর বিএনপি নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, অধ্যাপক আল মামুন, অধ্যাপক মুনিরুজ্জামান মনির, যুবদল নেতা ছালাম কবির হাওলাদার, শাহ আলম হাওলাদার, কাজী কাল হোসেন, হাবিবুর রহমান সাবু, মিজানুর রহমান হাওলাদার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, আনোয়ার হোসেন পিন্টু, কামাল হোসেন অপু, আরিফুর রহমান টিটু প্রমুখ। নেতা-কর্মীরা বন্দরের বিভিন্ন দোকানে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মুনিরুজ্জামান বলেন, নেতা–কর্মীরা লিফলেট বিতরণের সময় বেলা ১১টার দিকে মুলাদী মামুন সিনেমা হলের সামনে পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগ নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে লিফলেট বিতরণে বাধা দেন। হামলায় আবু ছালেহ পল্লব সিকদার ও হেমায়েত হাওলাদারসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা বিএনপির সিনিয়র কয়েকজন নেতাকে লাঞ্ছিতও করেন। পরে কর্মসূচি বন্ধ হয়ে যায়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল বলেন, বিএনপি নেতা-কর্মীরা বাজারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। তাই ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা দিয়েছেন। সেখানে কেউ আহত হয়নি।

মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, ‘বিএনপির লিফলেট বিতরণের কর্মসূচি বিষয়ে আমাদের অবহিত করেনি। তাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে কিনা বিষয়টি জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত