Ajker Patrika

কুমারখালীতে দরপত্র ছাড়াই ভাঙা হচ্ছে সরকারি ভবন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ২৫
কুমারখালীতে দরপত্র ছাড়াই ভাঙা হচ্ছে সরকারি ভবন

দরপত্র ছাড়াই কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত আবাসিক ভবন ভাঙার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ভাঙা ভবনের ইট দিয়ে নতুন ভবনের প্রবেশপথ তৈরি করারও অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রে নবনির্মিত দ্বিতল ভবনে প্রবেশের জন্য নতুন রাস্তা নির্মাণ চলছে। দুজন শ্রমিক নতুন ভবনের সামনে ও রাস্তা সংলগ্ন পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘প্রকৌশলী, ডাক্তার ও ঠিকাদারের নির্দেশে পরিত্যক্ত ভবন ভাঙা হচ্ছে। ভাঙা ভবনের ইট নতুন রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পরিত্যক্ত আবাসিক ভবনের একটি রুম ও দুটি বাথরুম ভাঙা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আধুনিক স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে প্রবেশ পথের জন্য দরপত্র ছাড়ায় পরিত্যক্ত আবাসিক ভবনটি ভাঙা হচ্ছে। কিন্তু ভাঙা ভবনের ইট, লোহা ও অংশবিশেষ কোথায় যাচ্ছে তা জানা যায়নি।

এ বিষয়ে ঠিকাদার আতিয়ার রহমান বলেন, ‘সবকিছু অফিসের নিয়মে হয় না। রাস্তা নির্মাণের জন্য আনঅফিশিয়াল অনুমতি নিয়ে ভবন ভাঙা হচ্ছে। ভাঙা অংশ এখানেই আছে। এ নিয়ে মাতামাতির কি আছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলতে হবে।’

কুষ্টিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মো. তৈমুরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে উপসহকারী প্রকৌশলী মো. সুমন আলী বলেন, যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত আবাসিক ভবন আমাদের অন্তর্ভুক্ত না। এ বিষয়ে আমাদের করণীয় কিছু নেই।

বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার মিজানুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকুল উদ্দিন বলেন, ‘আমি অনেক দিন ছুটিতে ছিলাম। ভবন ভাঙার বিষয়ে কিছু জানি না। একাধিকবার পরিত্যক্ত ভবনগুলো অপসারণের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করেছি। দরপত্র হয়েছে কি না জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত