Ajker Patrika

চাঁদা না পেয়ে কুপিয়ে জখম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ২০
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটে অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার কাদিরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার কাদিরগঞ্জ গ্রামে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ী ক্রয়সূত্রে মালিক হয়ে তাঁর জমিতে বাড়ির নির্মাণকাজ শুরু করেন। বাড়ির কাজ শুরু হওয়া পর থেকে কাদিরগঞ্জ গ্রামের আমিনুল ইসলাম সেন্টু ও সাইফুল ইসলামসহ তিন-চারজন ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁরা নির্মাণকাজ বন্ধ করে দিয়ে শ্রমিকদের মারধর করে প্রাণনাশের হুমকি দেন। গত রোববার আবারও তাঁরা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আমিনুল ইসলাম সেন্টু ও সাইফুল ইসলাম নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় বাড়ির আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করেন হামলাকারীরা। পরে আহত জাহাঙ্গীর হোসেনের চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চাঁদা না পেয়ে আমার ওপর হামলা করা হয়। হামলাকারীরা বাড়ির আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করে লুটপাট চালায়।’

অভিযুক্ত আমিনুল ইসলাম সেন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। তবে তিনি বলেন, ‘কোনো হামলার ঘটনা ঘটেনি, কথা-কাটাকাটি হয়েছে।’

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত