Ajker Patrika

ভোট শেষে কেন্দ্রে হামলা, আহত পুলিশ

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২১: ০৩
ভোট শেষে কেন্দ্রে  হামলা, আহত পুলিশ

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। ৩ নম্বর ওয়ার্ডের বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলা হয়। হামলাকারীরা ৪টি মোটরসাইকেল ও ১টি ট্রাকে পুড়িয়ে দেন। আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দেওয়া হয়। এ সময় পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন, কনস্টেবল শরীফুল ইসলাম আহত হন। অভিযোগ উঠেছে, পরাজিত সদস্য প্রার্থীদের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সদর উপজেলার চিকন্দি ইউপিতে ইভিএমে ভোট নেওয়া হয়। ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডে পাঁচ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা শেষ হলে পরাজিত প্রার্থীদের সমর্থকেরা ভোট কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকেন। এ সময় হামলাকারীরা কেন্দ্রের মাঠে থাকা পুলিশের দুটি, সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দুটি মোটরসাইকেল ও ভোটের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ, র‍্যাব ও বিজিবি হামলাকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে ভোটের মালামাল উদ্ধার করা হয়।

প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ‘ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা ভোট কেন্দ্র লক্ষ্য করে ককটেল, বোমার বিস্ফোরণ ঘটাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য পুলিশকে গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত