Ajker Patrika

ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

খান রফিক, বরিশাল
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ০৬
ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

বরিশালে মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিবেরা পরবর্তী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে পারবেন না বলে গুঞ্জন রয়েছে। কেন্দ্র থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাত দিনের মধ্যে বরিশালের তিনটি আহ্বায়ক কমিটি ৩১ সদস্যের পূর্ণাঙ্গ করা হয়নি। তারেক রহমান ১১ নভেম্বর নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের সঙ্গে স্কাইপিতে সভা করে কমিটি ৩১ সদস্যের পূর্ণাঙ্গ করার জন্য সাত দিনের সময় দিয়েছিলেন।

জানা গেছে, মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক, অ্যাডভোকেট আলী হায়দার বাবুলকে যুগ্ম আহ্বায়ক, মীর জাহিদুল কবিরকে সদস্যসচিব করে মহানগর এবং অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টুকে আহ্বায়ক, আকতার হোসেন মেবুলকে সদস্যসচিব করে দক্ষিণ জেলা ও দেওয়ান মো. শহীদুল্লাহকে আহ্বায়ক, মিজানুর রহমান মুকুলকে সদস্যসচিব করে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ৪ নভেম্বর কেন্দ্র অনুমোদন দিয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি ৩১ সদস্যের হলেও কেন্দ্র থেকে আর কাউকে পদায়ন করা হয়নি। আহ্বায়ক ও সদস্যসচিবেরা স্থানীয়ভাবে সমন্বয় করে ৩১ সদস্যের কমিটি কেন্দ্রে জমা দেবেন। ১১ নভেম্বর স্কাইপি সভায় তারেক রহমান পরবর্তী সাত দিনের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ এবং তিন মাসের মধ্যে ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করে মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলার কমিটি গঠনের নির্দেশ দেন। তারেক রহমান আরও নির্দেশনা দেন যে আহ্বায়ক ও সদস্যসচিবেরা পরবর্তী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে পারবেন না।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, ‘পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দুই-তিন দিনের মধ্যে দায়িত্বশীল নেতাদের হাতে পৌঁছে যাবে। পরবর্তী সময়ে নগরের ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হবে। তবে কমিটি সম্মেলনের মাধ্যমে হবে কী হবে না এটা নির্ভর করে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর। কারণ, এর আগে সম্মেলন ছাড়া গঠিত ১৭১ সদস্যের মহানগর বিএনপির কমিটি সাত বছর নেতৃত্ব দিয়েছে।’ পরবতী কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিবদের পদায়নের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো মতামত দেননি বলে দাবি করেন তিনি।

তবে বিএনপির মহানগর যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, ‘মহানগরের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি এখনো জমা দেয়নি। আমাদের আহ্বায়ক কমিটির তিনজনের একত্রে বসাও হয়নি। তবে তারেক রহমান সাত দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি করার নির্দেশ দিয়েছেন।’ পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব থাকতে পারবে কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কেন্দ্রীয় বিএনপির নেতারা ভালো বলতে পারবেন।’

এ প্রসঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন সাংবাদিকদের বলেন, ‘আহ্বায়ক ও সদস্যসচিবেরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে পারবে এমন সুস্পষ্ট নির্দেশনা এখনো আসেনি। আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সাত দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে শিরিন বলেন, ‘বিষয়টি এখনো প্রক্রিয়াধীন, সাত দিন সময় দেওয়া হলেও কিছুদিন দেরি হতে পারে।’

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মো. মনির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আহ্বায়ক ও সদস্যসচিবেরা পরবর্তী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন এ নিয়ম গঠনতন্ত্রে না থাকলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৌখিক নির্দেশনা রয়েছে।’ তিনি জানান, বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলার আহ্বায়ক কমিটি ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি এখনো কেন্দ্রে জমা দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ