Ajker Patrika

শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৪: ১৬
শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

কুষ্টিয়ার কুমারখালীতে ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে টিকা নিতে সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভিড় জমায় শিক্ষার্থীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা টিকা নেয়। লাইনে ছিল না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মন্তব্য শিক্ষার্থী ও অভিভাবকদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় ২২ হাজার ৭০০ শিক্ষার্থীকে দেওয়া হবে করোনা ভাইরাসের টিকা। গতকাল প্রথম দিনে কয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছরের সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত উপজেলায় টিকার জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে ১ লাখ ৯০ হাজার ৭৫৩ টি। এর মধ্যে প্রথম ডোজ সম্পন্ন হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৩৫ ও দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ৮৭ হাজার ৮৮৪ জনের।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের মধ্যে টিকাদান শুরু হয়েছে। উপজেলায় ২২ হাজার ৭০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। প্রথম দিনে ৮০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত