Ajker Patrika

গতিরোধক স্থাপনের দাবি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ২৮
গতিরোধক স্থাপনের দাবি

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গত শুক্রবার ট্রাকের চাপায় প্রাণ হারান রিকশা আরোহী বাবা ও মেয়ে। দুর্ঘটনাস্থল ছিল মূলত পাঁচ রাস্তার মোড়। অধিকাংশ সময় যানবাহনের আধিক্য দেখা গেলেও পর্যাপ্ত ট্র্যাফিক ব্যবস্থা না থাকায় রাস্তা ফাঁকা পেলে এই মোড় পার হতে মরিয়া হয়ে ওঠে চালকেরা। আর সে কারণেই প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হন পথচারীরা।

ডাকবাংলো মোড়ে মিলিত হয়েছে একে একে পঞ্চবটি থেকে চাষাঢ়া সড়ক, কলেজ রোড, জামতলা থেকে ডাকবাংলো, ইসদাইর থেকে ডাকবাংলো ও চাষাঢ়া থেকে পঞ্চবটি সড়ক। পাঁচটি ব্যস্ততম সড়ক একত্র হলেও এখানে নেই পর্যাপ্ত ট্র্যাফিক ব্যবস্থা। আর তাই বেশ ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারীরা। তাদের ভেতর শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এ ছাড়া রিকশা ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ডের কারণে যান চলাচল বাধাপ্রাপ্ত হয়।

গত শুক্রবার বেলা দেড়টার দিকে ফাঁকাই ছিল ডাকবাংলোর মোড়। আলতাফ ও তাঁর মেয়ে বেলীকে বহন করা রিকশা হঠাৎ করেই মোড় ঘুরিয়ে নেয়। সে সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার পর পথচারীরা বলছেন, পর্যাপ্ত ট্র্যাফিক পুলিশ এবং গতিরোধক থাকলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না এই সড়কে।

সড়কে চলাচল করা কলেজ শিক্ষার্থী মাসুদ বলেন, ‘এই মোড় ব্যস্ততম এবং পথচারী পরিপূর্ণ হলেও এখানে নেই পর্যাপ্ত ট্র্যাফিকিং ব্যবস্থা এবং পথচারীদের পারাপারে নিরাপত্তা। এখানে যদি জেব্রা ক্রসিং ও গতিরোধক থাকত, তাহলে সবার জন্যই সুবিধা হতো।’

আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন বলেন, ‘প্রথমত ডাকবাংলোর সড়ক খুব সরু, যা যানবাহনের জন্য সমস্যার কারণ। পাশাপাশি পাঁচটি সড়কের মিলনস্থান এখানে। গুরুত্ব বিবেচনায় ট্র্যাফিক পুলিশ প্রয়োজন। এই মুহূর্তে অস্থায়ীভাবে গতিরোধক দেওয়া যেতে পারে। দ্রুতগতির যানবাহন যেন এখানে গতি কমাতে বাধ্য হয়।

নারায়ণগঞ্জ ট্র্যাফিক পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘ডাকবাংলো মোড়ে আমাদের ট্র্যাফিক পুলিশ আছে। আর তাই আজকে ট্রাকচালককে ধরা সম্ভব হয়েছে। তা না হলে পালিয়ে যেত। আর এই মোড়টি যেহেতু গুরুত্বপূর্ণ, সেই বিবেচনায় একটি গতিরোধক থাকলে ভালো হয়। এতে করে গাড়ির গতি কমে আসবে মোড়ে। সেটি থাকলে আজ এই দুর্ঘটনা নাও ঘটতে পারত। আমাদের তরফ থেকে এই বিষয়ে সুপারিশ থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত