সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের খড় স্তূপ করে রাখায় খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা।
এ ছাড়া মাঠে শ্যালো মেশিন দিয়ে চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। এতে ব্যাঘাত ঘটছে খুদে শিক্ষার্থীদের পাঠদানে। দীর্ঘদিন এ অবস্থা চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে ২৫০ জনের ওপরে শিক্ষার্থী রয়েছে। খড়ের স্তূপ থাকায় বিদ্যালয়ে সমাবেশ করানো যাচ্ছে না। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বারবার বলেও বিদ্যালয় মাঠ থেকে খড়ের স্তূপ সরানো যাচ্ছে না।
সরেজমিন দেখা গেছে, উপজেলার মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে থরে থরে খড়ের স্তূপ। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সামান্য জায়গাও ফাঁকা নেই।
টিফিনের সময় খেলতে না পেরে শ্রেণিকক্ষেই হইচই করছে শিক্ষার্থীরা। এ ছাড়া বিদ্যালয়ের অপরিছন্ন পরিবেশ খুদে শিক্ষার্থীদের মনে বিরূপ সৃষ্টি করবে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ের আশপাশের ধান কেটে মাঠেই মাড়াই-শুকানোর কাজ করেন রবিউল ইসলাম নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন। পরে বিদ্যালয় মাঠেই খড়ের বড় বড় স্তূপ করে রেখে দেন তাঁরা। যা বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে নষ্ট করছে।
এখান থেকে খড় গবাদিপশুকে খাওয়ানো হয়। বিদ্যালয়ের মাঠে খড় স্তূপ করে রাখায় শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তবে অভিযুক্ত রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে জায়গা নেই, তা ছাড়া আবহাওয়া খারাপ থাকায় এখানে খড় স্তূপ করে রেখেছি। আজকালের মধ্যেই খড়ের স্তূপ সরিয়ে ফেলব।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা শাজাহান মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের খড় স্তূপ করে রাখায় খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা।
এ ছাড়া মাঠে শ্যালো মেশিন দিয়ে চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। এতে ব্যাঘাত ঘটছে খুদে শিক্ষার্থীদের পাঠদানে। দীর্ঘদিন এ অবস্থা চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে ২৫০ জনের ওপরে শিক্ষার্থী রয়েছে। খড়ের স্তূপ থাকায় বিদ্যালয়ে সমাবেশ করানো যাচ্ছে না। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বারবার বলেও বিদ্যালয় মাঠ থেকে খড়ের স্তূপ সরানো যাচ্ছে না।
সরেজমিন দেখা গেছে, উপজেলার মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে থরে থরে খড়ের স্তূপ। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সামান্য জায়গাও ফাঁকা নেই।
টিফিনের সময় খেলতে না পেরে শ্রেণিকক্ষেই হইচই করছে শিক্ষার্থীরা। এ ছাড়া বিদ্যালয়ের অপরিছন্ন পরিবেশ খুদে শিক্ষার্থীদের মনে বিরূপ সৃষ্টি করবে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ের আশপাশের ধান কেটে মাঠেই মাড়াই-শুকানোর কাজ করেন রবিউল ইসলাম নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন। পরে বিদ্যালয় মাঠেই খড়ের বড় বড় স্তূপ করে রেখে দেন তাঁরা। যা বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে নষ্ট করছে।
এখান থেকে খড় গবাদিপশুকে খাওয়ানো হয়। বিদ্যালয়ের মাঠে খড় স্তূপ করে রাখায় শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তবে অভিযুক্ত রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে জায়গা নেই, তা ছাড়া আবহাওয়া খারাপ থাকায় এখানে খড় স্তূপ করে রেখেছি। আজকালের মধ্যেই খড়ের স্তূপ সরিয়ে ফেলব।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা শাজাহান মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫