Ajker Patrika

নতুন কেন্দ্র পেয়ে খুশি মেঘনা পাড়ের এসএসসি পরীক্ষার্থীরা

হিজলা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৬: ১৪
নতুন কেন্দ্র পেয়ে খুশি মেঘনা পাড়ের এসএসসি পরীক্ষার্থীরা

হিজলা উপজেলায় চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীরা নতুন কেন্দ্র পেয়ে খুশি। জানা যায় প্রতি বছর হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থীদের উপজেলা সদরে এসে পরীক্ষায় অংশ নিতে হতো। উপজেলার হরিনাথপুর ইউনিয়নের একাংশ ও মেমানিয়া ইউনিয়ন এবং হিজলা গৌরবদী ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা বিশাল মেঘনা নদী পাড়ি দিতে হতো পরীক্ষা দিতে। এতে তাদের অনেক দুর্ভোগের শিকার হতে হয়েছে। কিন্তু এ বছর সেই কষ্ট লাঘব হতে চলছে। চলতি বছর মেঘনা নদীর পাড়ের ছাত্রছাত্রীদের জন্য এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র হয়েছে মেমানিয়া ইউনিয়নের মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে।

নতুন এই কেন্দ্র পেয়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি খুশি অভিভাবকেরা।

হরিনাথপুর ইউনিয়নের নুরুননেছা কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম বলেন, আগে ছেলে-মেয়েদের উপজেলা সদরে থেকে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। এ বছর মেমানিয়া পরীক্ষার কেন্দ্র হওয়ায় আমার মেয়ের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে।

মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ‘এ বছর আমার প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র হওয়ায় এ অঞ্চলের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সুবিধা হয়েছে। আমরা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেব। ৪টি প্রতিষ্ঠানের ২৬৮ জন পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দেবে।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির বলেন, এসএসসি পরীক্ষার কেন্দ্র নদীর এ পাড়ে হওয়ায় কতটা উপকার হয়েছে এ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের তা ভাষায় প্রকাশ করা যায় না। এর মাধ্যমে এখানকার অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের কষ্ট দূর হয়েছে। তাই শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পাড়ের অবহেলিত জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বকুল চন্দ্র কবিরাজ বলেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের কষ্টের কথা চিন্তা করে এ বছর মেমানিয়া ইউনিয়নের একটি পরীক্ষার ভেন্যু করা হয়েছে। আগামী সরকার চাইলে কেন্দ্র করতে পারে।

উল্লেখ্য, আগামীকাল রোববার থেকে দেশব্যাপী এসএসসি পরীক্ষা শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত