Ajker Patrika

জেলা জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ১৫
জেলা জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর দরগা গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়ার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট ২ আসনের সাবেক সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদ।

জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুবসংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জেলা জাতীয় পার্টির সদস্য নাজমুল ইসলাম, সুফি মাহমুদ প্রমুখ।

সভায় সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য জাতীয় পার্টি ভবিষ্যতে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে। কারণ জাতীয় পার্টি সাধারণ মানুষের পক্ষে কথা বলে। দেশের মানুষ যাতে নিরাপদ থাকে এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যেই জাতীয় পার্টির পথচলা। এ জন্য নেতা–কর্মীদের সংগঠিত হয়ে কাজ করার জন্য আরবান জানান তিনি। পাশাপাশি কেন্দ্রের নির্দেশনা পেলেই আগামী ফেব্রুয়ারি-মার্চের দিকে সিলেটে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত বলে মন্তব্য করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত