Ajker Patrika

করোনার টিকা পেয়ে উচ্ছ্বসিত ইটভাটার শ্রমিকেরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৪
করোনার টিকা পেয়ে উচ্ছ্বসিত ইটভাটার শ্রমিকেরা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ইটভাটার শ্রমিকদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বালুচর ইউনিয়নের ১০টি ইটভাটায় ১ হাজার ১০০ জনের লক্ষ্য নির্ধারণ করে ৯২৮ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

ইটভাটার শ্রমিক জহুরা বেগম বলেন, ‘আমি ইটভাটায় কাজ করি পাঁচ বছর। কিন্তু এখান থেকে বের হয়ে টিকা নেওয়ার সুযোগ হয়নি। এখন টিকা নিতে পেরে ভালো লাগছে।’

ইটভাটার আরেক শ্রমিক মো. ইদ্রিস বলেন, ‘আজকে আমাদের ইটভাটায় এসে স্বাস্থ্যকর্মীরা টিকা দিয়ে গেছেন। টিভিতে দেখেছি, দেশে অনেকে এখনো টিকা পাননি। আর আমরা শ্রমিকেরা পেয়েছি। সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, ইটভাটায় কাজ করা শ্রমিকেরা জীবিকার তাগিদে ব্যস্ত থাকেন। তাঁদের মধ্যে সচেতনতাও কম। তাঁরা এতটাই কর্মব্যস্ত যে অনেকে টিকা নিয়ে সঙ্গে সঙ্গেই ভাটায় কাজ শুরু করে দিয়েছেন।

আঞ্জুমান আরা আরও জানান, গণটিকা থেকে ইটভাটার শ্রমিকেরা বাদ যেতে পারে বিষয়টি বুঝতে পেরে ভাটাশ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থায় এই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৯২৮ জন ভাটাশ্রমিককে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে। যাঁরা বাদ পড়েছেন, তাঁরা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিতে পারবেন। আজ উপজেলার প্রতিটি ইউনিয়নে গণটিকা কার্যক্রম চলবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমও চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত