Ajker Patrika

সখীপুরে কৃষিজমির মাটি লুট

সখীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
সখীপুরে কৃষিজমির মাটি লুট

সখীপুরে মালিককে না জানিয়েই তিন ফসলি কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই জমির মালিক হায়দার আলী বাদী হয়ে স্থানীয় ৮ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে সখীপুর থানায় অভিযোগ করেন।

ঘটনা ঘটেছে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের টংকি নদীর পাড়ে যুগীরকোপা গ্রামের।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে স্থানীয় কয়েক জন মাটি ব্যবসায়ী উপজেলার যুগীরকোপা গ্রামের বাগপাড়া থেকে মাটি কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। তাঁরা ভেকু দিয়ে মাটি কেটে ট্যাফে ট্রাক্টরে করে মাটি নিয়ে যাচ্ছেন। গত সোমবার মাটি ব্যবসায়ীরা ওই এলাকার সাবেক ইউপি সদস্য হিরু মিয়া ও তাঁর ভাই হায়দার আলী, আব্দুর রশিদসহ পাঁচ ভাইয়ের যৌথ মালিকানার ২০ শতাংশ কৃষি জমির উপরিভাগের দুই ফুট করে কেটে বিক্রি করেন। এ ঘটনায় গত মঙ্গলবার ওই জমির একাংশের মালিক হায়দার আলী বাদী হয়ে মাটি ব্যবসায়ী আবু তাহের (৪৫), সাগর আহমেদ (২৮), পারভেজ, আশিক, রাজিব, ইমরান, কাউসার ও জাহিদুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

জমির মালিক সাবেক ইউপি সদস্য হিরু মিয়া বলেন, ‘তিন ফসলি জমির ওপরের মাটি কেটে বিক্রি করা হয়েছে। অথচ এ বিষয়ে পাঁচ ভাই কিছু জানি না।’

তবে অভিযুক্ত সাগর আহমেদ বলেন, ‘ ওই জমির মালিক পাঁচ ভাইয়ের মধ্যে একজন আবদুর রশিদ। তিনি আমাদের জমি থেকে মাটি কাটার অনুমতি দেন। কিন্তু অন্য ভাইদের সঙ্গে আমাদের নির্বাচনী বিরোধ থাকায় এখন থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

তদন্ত কর্মকর্তা সখীপুর থানার সহকারী উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত