Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৪
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদীর বেলাবতে এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টা মামলার আসামি মিরাজ মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার সীমান্তবর্তী বাল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার দুপুরে র‍্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই তথ্য জানান ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান।

নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানায়, গত ১৯ জানুয়ারি রাতে শিশুটিকে ঘরে একা রেখে তার মা-বাবা বাড়ির পাশের একটি মাজারে গিয়েছিলেন। বাড়িটিতে কেউ না থাকার সুযোগে মিরাজ মিয়া জানালা দিয়ে ঘরে ঢুকে পড়েন। পরে ঘরের লাইট বন্ধ করে ওড়না দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করেন মিরাজ। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যায়।

বাড়িতে ফিরে শিশুটির মুখে সব শুনে তার মা-বাবা থানায় গিয়ে মিরাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ওই রাতেই শিশুটিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরদিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শিশুটি তার বাড়িতে ফেরে। এই ঘটনার চার দিন পর বেলাব থানার পুলিশ ধর্ষণচেষ্টার মামলা নেয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন দেখে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। মামলার আসামি মিরাজ মিয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার সীমান্তবর্তী বাল্লা গ্রামে আত্মগোপনে আছে বলে জানতে পারে র‍্যাব। সীমান্তবর্তী এলাকার নো ম্যানস ল্যান্ডের পাশে আত্মগোপনে থাকায় ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্প ও স্থানীয় র‍্যাব ৯ এর সহযোগিতা চাওয়া হয়। তাঁদের সহযোগিতায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেখানকার মৃত হাসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান জানান, গ্রেপ্তার আসামি মিরাজ মিয়াকে বেলাব থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত যা ব্যবস্থা নেবে থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...