Ajker Patrika

বিদ্রোহীসহ ২৬ নেতাকে বহিষ্কার করল আ.লীগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৯
বিদ্রোহীসহ ২৬ নেতাকে বহিষ্কার করল আ.লীগ

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্য করে প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ২৬ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কান্তি চক্রবর্তী ফটিকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শ্যামল কান্তি চক্রবর্তী জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ অনুচ্ছেদের ৯ ও ১১ উপধারা অনুযায়ী দলীয় সকল পদ থেকে অব্যাহতি ও সদস্যপদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। কার্যকরী কমিটির সভায় সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এ সময় কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বহিষ্কার হওয়া নেতারা হচ্ছেন, উত্তর হামছাদী ইউপিতে বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির বাবুল মোল্লা, বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, ভবানীগঞ্জ ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী সাইফুল হাসান রনি, একই ইউপিতে বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম মাস্টার, ফজলুল রহমান ঢালী, মোক্তার হোসেন ও মামুনুর রশিদ। এ ছাড়া দত্তপাড়া ইউপির বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ, কুশাখালীর জাহাঙ্গীর আলম, মনযুর চৌধুরী, আবদুল করিম, আবদুর রহমান, মোশারেফ হোসেন, তিতু মিয়া টিটু, উত্তর জয়পুর ইউপিতে আবু সৈয়দ, জাহাঙ্গীর আলম, ফিরোজ মোহাম্মদ বাকি, বেলাল হোসেন, চন্দ্রগঞ্জ ইউপিতে নুরুল আমিন, হাজিরপাড়ায় সামছুল আলম বাবুল, চরশাহীতে গোলজার মোহাম্মদ, দিঘলীতে নবীউর রহমান মুকুল, ইছমাইল হোসেন ও আলতাফ হোসেন এবং মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, দলীয় গঠনতন্ত্র অমান্য করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন এমন ২৬ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারাই দলীয় গঠনতন্ত্র অমান্য করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত