Ajker Patrika

মায়ের জন্য প্রচারে উপজেলা চেয়ারম্যান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ২০
মায়ের জন্য প্রচারে উপজেলা চেয়ারম্যান

আগামীকাল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচ ইউপিতে নির্বাচন। নির্বাাচনে বগজানা ইউনিয়নে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করছেন হাজেরা বিবি। বর্তমান তিনি ওই পরিষদে মহিলা সদস্য। তিনি আবারও মাইক প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

হাজেরা বিবির ছেলে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর আওয়ামী লীগ সম্পাদক হারুন-উর-রশিদ হারুন। মাকে জয়ী করতে তিনি নির্বাচনী মাঠে কাজ করছেন। তিনি উপজেলা পরিষদের সরকারি দায়িত্ব পালন শেষে মায়ের জন্য ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছেন।

হাজেরা বিবি ইতিমধ্যে নির্বাচনে জয়ের লক্ষ্যে গণসংযোগ ও পথসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করছেন ভোটারদের কাছে। তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি এলাকার ভোটারদের বাড়ি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন।

অন্যদিকে গতকাল সোমবার বিকেলে আটাপাড়ার উত্তর গোপালপুরে মাইক মার্কার নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান মায়ের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, হাজেরা বিবির বড় ছেলে নীলনদ এনজিওর নির্বাহী পরিচালক মিশর উদ্দিন সুজন, ছোট ছেলে আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ী রনি খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত