Ajker Patrika

করোনায় কমেছে মানুষের আয়ু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫০
করোনায় কমেছে মানুষের আয়ু

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ বছর পর ২০২০ সালে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমিয়ে দিয়েছে করোনাভাইরাস জনিত মহামারি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গতকাল সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গবেষণায় ইউরোপের কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র ও চিলিসহ ২৯টি দেশের মানুষের গড় আয়ু বিষয়ক তথ্য সংগ্রহ করা হয়েছে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ-আমেরিকায় করোনায় বেশি মানুষ মারা যাওয়ার সেখানে মানুষের গড় আয়ুতে প্রভাব পড়েছে। বাংলাদেশে জনসংখ্যার সঙ্গে মানুষের জন্মহার বেশি হওয়া এবং করোনায় মৃত্যুর হার কম থাকায় গড় আয়ুতে অত বেশি প্রভাব পড়বে না।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২৯টি দেশের মধ্যে ২২টি দেশে ২০১৯ সালের তুলনায় মানুষের গড় আয়ু ছয় মাসের বেশি কমেছে। এ ছাড়া সার্বিকভাবে গড় আয়ু কমেছে ২৭টি দেশে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে, এসব দেশে প্রত্যাশিত গড় আয়ু কমে আসার বিষয়টি করোনায় মৃত্যুর হিসাবের সঙ্গে সম্পর্কিত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

বেশির ভাগ দেশে নারীদের তুলনায় পুরুষের প্রত্যাশিত গড় আয়ু বেশি কমেছে বলে গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। ১৫টি দেশে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু কমেছে প্রায় এক বছর। নারীদের ক্ষেত্রে একই ফলাফল পাওয়া গেছে ১১টি দেশে। মৃত্যুহার কমিয়ে আনতে গত সাড়ে পাঁচ বছরে যে অগ্রগতি হয়েছিল, করোনা মহামারি তা মুছে দিয়েছে বলে দাবি অক্সফোর্ডের।

ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনের সহ-লেখক ড. রিধি কাশ্যপ বলেন, ‘করোনা মহামারি বিশ্বজুড়ে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আমাদের গবেষণার ফলাফলে সেই চিত্রই উঠে এসেছে।’ বিশ্বজুড়ে করোনা মহামারির প্রভাব আরও ভালোভাবে বোঝার জন্য এবং এর ক্ষতির মাত্রা নিয়ে গবেষণার জন্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশেরও আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশে প্রভাব কম
বাংলাদেশে জনসংখ্যার সঙ্গে মানুষের জন্মহার বেশি হওয়ায় গড় আয়ুতে অত বেশি প্রভাব পড়বে না বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘কম বয়সীরা বেশি মারা গেলে মানুষের গড় আয়ু কমবে এটাই স্বাভাবিক। তবে করোনার কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ুতে খুব একটা প্রভাব পড়বে না।’ এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘যেসব দেশে জনসংখ্যা কম সেসব দেশে বেশি মানুষ মারা গেলে তাদের গড় আয়ুতে ব্যাপক প্রভাব পড়বে। আমাদের দেশে জনসংখ্যার সঙ্গে মানুষের জন্মহারও বেশি। এখন পর্যন্ত ১৮ হাজারের মতো মানুষ করোনায় মারা গেলেও গড় আয়ুতে খুব একটা প্রভাব পড়বে না।’

বাংলাদেশে মানুষের গড় আয়ু এখন ৭২ বছর ৮ মাস। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ বছর ২ মাস আর নারীদের ৭৪ বছর ৫ মাস। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে গতকাল ২৫ জন মারা গেছেন। এর মধ্যে ২১-৩০ বছর বয়সের একজন, ৪১-৫০ বছর বয়সের তিনজন, ৩১-৪০ বছর বয়সের একজন, ৬১-৮০ বছর বয়সের ১০ জন, ৫১-৬০ বছর বয়সের ছয়জন এবং ৮০-৯০ বছর বয়সের চারজন।

আইইডিসিআরের উপদেষ্টা মুশতাক হোসেন আজকের পত্রিকাকে বলেন, করোনায় ইউরোপ-আমেরিকায় বেশি মানুষ মারা গেছে। বাংলাদেশে মৃত্যুর হার অত বেশি না হওয়ায় গড় আয়ুতে তার প্রভাবও খুব বেশি হবে না। তবে কিছুটা হলেও প্রভাব পড়বে। বাংলাদেশেও নারীদের থেকে পুরুষের মৃত্যুর হার বেশি হওয়ায় পুরুষের গড় আয়ু বেশি কমবে।

বাংলাদেশ করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭ হাজার ৪৩৯ জন মারা গেছেন। এর মধ্যে ১৭ হাজার ৬১৮ জন পুরুষ এবং ৯ হাজার ৮২১ জন নারী। ৪০ বছরের বেশি বয়সীরা করোনায় আক্রান্ত হয়ে বেশি মারা গেছেন।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) মো. নুরুল আমিন জানান, করোনার মৃত্যুর কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কতটুকু কমেছে সেই গবেষণা তারা করেননি। তবে মানুষের গড় আয়ু কমেছে। তিনি বলেন, ‘করোনায় মৃত্যুর কারণে আমাদের দেশেও মানুষের গড় আয়ু কমবে। কারণ বাংলাদেশে যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে যদি একটা সংখ্যাও গড় আয়ুর থেকে ৫-১০ বছর আগে মারা যান গড় আয়ুতে সেই প্রভাব পড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...