Ajker Patrika

সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৯: ৫৬
সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, নগরীর ২৪ নম্বর এলাকার আওতাধীন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। লাশ উদ্ধারের সময় তরুণীর ডান হাতের কবজি ভাঙা, মাথায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওপর থেকে পড়ে গেলে যেমন আঘাতপ্রাপ্ত হওয়ার কথা তেমনই চিহ্ন রয়েছে ওই তরুণীর দেহে। এ ছাড়া শরীরে অন্য কোনো রহস্যজনক আঘাতের চিহ্ন ছিল না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। অধিকতর তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, সিটে ঘুমানো চালক পুড়ে অঙ্গার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ