Ajker Patrika

‘৫ দিনের পরিচয়ে প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত প্রেমিকা’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৫: ২০
‘৫ দিনের পরিচয়ে প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত প্রেমিকা’

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার ভাড়া বাসা থেকে গত রোববার উদ্ধার করা নারীর দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। গতকাল সোমবার তাঁর পরিচয় নিশ্চিত করেছে র‍্যাব-৬। ওই নারীর নাম কবিতা রানি।

তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুতেরবিল এলাকার কালিপদ বাছারের মেয়ে।

এ ঘটনায় কবিতার কথিত প্রেমিক আবু বক্করকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন র‍্যাব-৬-এর অধিনায়ক মোসতাক আহমদ। 
তিনি বলেন, গ্রেপ্তার আবু বক্কর তাঁর কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে নগরীর ১ নম্বর গোবরচাকা ক্রস রোডে রাজু নামের এক ব্যক্তির বাড়িতে তিন বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছেন। স্বপ্না তাঁর বিবাহিত স্ত্রী নন। তিনি নগরীর প্রিন্স হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। একটি সম্পর্কে থাকা পরও কবিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আবু বক্কর।

মাত্র পাঁচ দিন আগে কবিতা ও আবু বক্করের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে একাধিকবার কথা হয়েছে। গত শনিবার স্বপ্না ডিউটিতে থাকায় আবু বক্কর কবিতা রানিকে তাঁর ভাড়া ঘরে নিয়ে আসেন। ওই দিন তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কবিতা উঁচু স্বরে কথা বলতে থাকলে একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন আবু বক্কর।

পরে লাশটি গুম করার জন্য রান্নাঘর থেকে বঁটি এনে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করেন। মাথাটি পলিথিন দিয়ে মুড়িয়ে রাখেন। পরে দুই হাতের কবজি কেটে ফেলেন আর দেহের বাকি অংশ একটি বক্সে ঢুকিয়ে রাখেন।

মোসতাক আহমদ আরও জানান, ওই রাতেই আবু বক্কর পালিয়ে গাজীপুরে চলে যান। পুলিশের পাশাপাশি র‍্যাবও গোয়েন্দা তৎপরতা চালিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোববার রাতে আসামি আবু বক্করকে গাজীপুর জেলার বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক জানান,  কবিতা রানি হিন্দু ছিলেন। পরবর্তী সময়ে তিনি ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। পরে নগরীর বয়রা শ্মশান এলাকার একজনকে বিবাহ করেন। এক সময় তাঁদের মধ্যে ডিভোর্স হয়।

রোববার বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর ১ নম্বর গোবরচাকা ক্রস রোড তেঁতুলতলায় ভাড়া বাসা থেকে ওই নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক গতকাল সকালে নগরীর গোবরচাকা এলাকার একটি সরু স্থান থেকে লাশের বিচ্ছিন্ন হওয়া দুই হাতের কবজি উদ্ধার করে র‍্যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত