Ajker Patrika

শিকারির ফাঁদ থেকে উদ্ধার ৫০০ পাখি

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ১১
শিকারির ফাঁদ থেকে উদ্ধার ৫০০ পাখি

নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে পাবনার সুজানগরে প্রায় ২০০ পাখিসহ তিন শিকারিকে আটক করেছে পুলিশ।

গুরুদাসপুর: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন গতকাল মঙ্গলবার সকালে চলনবিলের খুবজীপুর, হরদোমা, দীঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌরসদরের বিলশাসহ প্রায় ১০টি মাঠে পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাখি শিকার করা ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এরই মধ্যে দুই শতাধিক বক বস্তাবন্দী ও শতাধিক বক খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাঠের মধ্যেই পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো অবমুক্ত করেন তিনি।

তবে ইউএনওর উপস্থিতি টের পেয়ে শিকারিরা সবাই পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

ইউএনও মো. তমাল হোসেন বলেন, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে। গতকাল মঙ্গলবার ভোর থেকে উপজেলার ১০টি মাঠে গিয়ে তিন শতাধিক বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া উপজেলাব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

পাবনা: পাবনার সুজানগরে প্রায় ২০০ পাখিসহ তিনজন পাখি শিকারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে চরদুলাই বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– উপজেলার গোবিন্দপুর গ্রামের আতোয়ার শেখ (৩৮), ঘোড়াদহ গ্রামের আলাউদ্দিন আলী (৩৫), চলদুলাই গ্রামের মোজাহার আলী (৪০)।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাখি শিকারিরা সংঘবদ্ধ হয়ে উপজেলার গাজনার বিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে বিভিন্ন প্রকার দেশি ও অতিথি পাখি শিকার করে বাজারে বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিকেলে সুজানগর থানা চত্বর থেকে জনসমক্ষে পাখিগুলো অবমুক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত