ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় ইছামতী নদীতে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। উপজেলার সুলতান হাটা গ্রামের বালু ব্যবসায়ী ও ড্রেজারমালিক রায়হান আলী অবাধে এই বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলার চিকাশি ইউনিয়নের ছোট চাপড়া পশ্চিমপাড়া এলাকায় ইছামতী নদী থেকে এক সপ্তাহ ধরে এভাবে বালু তোলা হচ্ছে। নদীর গভীর থেকে অব্যাহতভাবে বালু তোলার কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদীতীরবর্তী আবাদি জমি ও বসতভিটা।
গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার ছোট চাপড়া গ্রামের পশ্চিম পাশ দিয়ে ইছামতী নদী বহমান। নদীর পশ্চিম পাশে মাজবাড়ি গ্রাম। ছোট চাপড়া পশ্চিমপাড়া গ্রামে ইছামতী নদীর মাঝে প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে খননযন্ত্র বসানো হয়েছে। তিনজন শ্রমিক সেখানে কাজ করছেন। খননযন্ত্র দিয়ে নদীর তলদেশ থেকে বালু তোলা হচ্ছে। পাইপ দিয়ে এসব বালু ফেলা হচ্ছে ছোট চাপড়া গ্রামের হাসেন সরকারের বাড়ির আঙিনার পুকুরে।
বালুশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এক সপ্তাহ ধরে সেখান থেকে বালু তুলছেন। আরও তিন-চার দিন তুলবেন। বর্তমানে নদীর পানি কমতে শুরু করেছে। ফলে নদীতে স্রোত বেড়ে তীরবর্তী আবাদি জমি ও বসতভিটা ভাঙনের শিকার হচ্ছে। অবাধে বালু তোলায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, নদীর যেখান থেকে বালু তোলা হচ্ছে, তার ৩০ মিটার দূরেই তাঁর বসতবাড়ি রয়েছে। ইতিমধ্যেই বালু তোলার স্থানে ভাঙন শুরু হয়েছে। এতে যেকোনো সময় ওই বসতবাড়ি নদীর ভাঙনের শিকার হতে পারে। এ ছাড়া বিবদমান স্থান থেকে জোর করে বালু তোলা হচ্ছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ড্রেজারমালিক রায়হান আলী জানান, স্থানীয় এক ব্যক্তির অনুরোধে নদী থেকে বালু তুলে তাঁর পুকুর ভরাট করা হচ্ছে। এতে নদীভাঙনের কোনো আশঙ্কা নেই। তবে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি শুনেছি। এসএসসি পরীক্ষা চলছে, সেখানে দায়িত্বে রয়েছি। পরীক্ষা শেষ হলে অভিযান চালানো হবে।’
বগুড়ার ধুনট উপজেলায় ইছামতী নদীতে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। উপজেলার সুলতান হাটা গ্রামের বালু ব্যবসায়ী ও ড্রেজারমালিক রায়হান আলী অবাধে এই বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলার চিকাশি ইউনিয়নের ছোট চাপড়া পশ্চিমপাড়া এলাকায় ইছামতী নদী থেকে এক সপ্তাহ ধরে এভাবে বালু তোলা হচ্ছে। নদীর গভীর থেকে অব্যাহতভাবে বালু তোলার কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদীতীরবর্তী আবাদি জমি ও বসতভিটা।
গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার ছোট চাপড়া গ্রামের পশ্চিম পাশ দিয়ে ইছামতী নদী বহমান। নদীর পশ্চিম পাশে মাজবাড়ি গ্রাম। ছোট চাপড়া পশ্চিমপাড়া গ্রামে ইছামতী নদীর মাঝে প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে খননযন্ত্র বসানো হয়েছে। তিনজন শ্রমিক সেখানে কাজ করছেন। খননযন্ত্র দিয়ে নদীর তলদেশ থেকে বালু তোলা হচ্ছে। পাইপ দিয়ে এসব বালু ফেলা হচ্ছে ছোট চাপড়া গ্রামের হাসেন সরকারের বাড়ির আঙিনার পুকুরে।
বালুশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এক সপ্তাহ ধরে সেখান থেকে বালু তুলছেন। আরও তিন-চার দিন তুলবেন। বর্তমানে নদীর পানি কমতে শুরু করেছে। ফলে নদীতে স্রোত বেড়ে তীরবর্তী আবাদি জমি ও বসতভিটা ভাঙনের শিকার হচ্ছে। অবাধে বালু তোলায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, নদীর যেখান থেকে বালু তোলা হচ্ছে, তার ৩০ মিটার দূরেই তাঁর বসতবাড়ি রয়েছে। ইতিমধ্যেই বালু তোলার স্থানে ভাঙন শুরু হয়েছে। এতে যেকোনো সময় ওই বসতবাড়ি নদীর ভাঙনের শিকার হতে পারে। এ ছাড়া বিবদমান স্থান থেকে জোর করে বালু তোলা হচ্ছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ড্রেজারমালিক রায়হান আলী জানান, স্থানীয় এক ব্যক্তির অনুরোধে নদী থেকে বালু তুলে তাঁর পুকুর ভরাট করা হচ্ছে। এতে নদীভাঙনের কোনো আশঙ্কা নেই। তবে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি শুনেছি। এসএসসি পরীক্ষা চলছে, সেখানে দায়িত্বে রয়েছি। পরীক্ষা শেষ হলে অভিযান চালানো হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫