Ajker Patrika

‘ভুয়া পদ’ দেখিয়ে নৌকার মনোনয়ন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ৩৫
‘ভুয়া পদ’ দেখিয়ে নৌকার মনোনয়ন

ভুয়া দলীয় পদ দেখিয়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শ্রীপুরের দারিয়াপুরে নৌকার মনোনয়ন নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুস সবুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দলের সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় বঞ্চিত আওয়ামী লীগের ত্যাগী নেতা–কর্মীরা ক্ষোভ দেখা গেছে। যদিও অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি এক সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় নেতাদের দাবি, সবুর আওয়ামী লীগে কখনো কোনো পদে ছিলেন না। এখনো নাই। বরং ভুয়া পরিচয় দিয়ে অবৈধ পন্থায় নিয়েছেন দলীয় মনোনয়ন। বছরের পর বছর প্রবাস থেকে তিনি নিজ এলাকায় মানুষের কাছে নিতান্তই বসন্তের কোকিল হিসেবে পরিচিত।

দারিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলেক শেখ বলেন, সবুর প্রায় ২০ বছর বিদেশ থেকে এসেছেন। তাঁর সঙ্গে এলাকার মানুষের কোনো সম্পর্কই নেই। বিতর্কিত কমিটি দেওয়া ছাড়া রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম বলেন, ‘আমি ২০ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার মতো অনেকেই দলের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন। কিন্তু দল সঠিক মূল্যায়ন করল না।’

নৌকা প্রতীক পাওয়া সবুর বলেন, ‘আমি নৌকা পাওয়ার যোগ্য বলেই জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন। আমি ২০০৩ সালে দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। কমিটির তালিকা না থাকলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেওয়া প্রত্যয়ন আছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত বলেন, ‘সবুর উপজেলা আওয়ামী লীগে নাই। ইউনিয়ন আওয়ামী লীগে ছিলেন কি না আমি নিশ্চিত না। কারণ দারিয়াপুর ইউনিয়নে এর আগে কয়েকটি বিতর্কিত কমিটি হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত