Ajker Patrika

বোনের হেফাজতে ধর্ষণের শিকার সেই কিশোরী

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ৩০
বোনের হেফাজতে ধর্ষণের শিকার সেই কিশোরী

মা-বাবা অসামাজিক কাজে বাধ্য করায় এক কিশোরীর আদালতের নির্দেশে ঠাঁই হয়েছিল বড় বোনের বাসায়। সেখানে সে ভগ্নিপতির ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করছে। গত বুধবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক তার জবানবন্দি গ্রহণ করেছেন। অভিযুক্ত ভগ্নিপতি পলাতক।

আদালত সূত্রে জানা যায়, কিশোরী জবানবন্দিতে বলেছে, অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করায় আদালত গত ১৪ নভেম্বর তাকে বড় বোনের হেফাজতে দেন। এরপর থেকে সে নগরীতে বোনের ভাড়া বাসায় অবস্থান করছিল। গত সোমবার রাত ৯টার দিকে বড় বোন কিশোরীকে বাসায় রেখে বাবার বাসায় যায়। এ সুযোগে ভগ্নিপতি তাকে ধর্ষণ করেন। বড় বোন বাসায় ফেরার পর কিশোরী তাকে বিষয়টি জানায়। কিশোরী অভিযোগ করেছে, এর আগে তার বোনকে তালাক দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে ভগ্নিপতি।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর কিশোরী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে অভিযোগ করে তার মা-বাবা তাকে দিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করাচ্ছে। মা-বাবার সহযোগিতায় আনোয়ার হোসেন নামক এক ব্যবসায়ী তাকে নিজের ঘরে আটকে নির্যাতন করে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কমিশনার কোতোয়ালি থানা-পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে বাবা-মা ও ব্যবসায়ী আনোয়ারকে গ্রেপ্তার করে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। কিশোরীর বড় বোন মা-বাবা ও আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশে কিশোরীকে বোনের হেফাজতে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ