Ajker Patrika

ডিজেলের মূল্য কমানোর দাবি

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৩৯
ডিজেলের মূল্য কমানোর দাবি

ডিজেলের মূল্য কমানো এবং যানবাহনের অতিরিক্ত ভাড়া বাতিলের দাবি জানানো হয়েছে। সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪তম এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বেলা ১১টায় নগরীর শাপলা চত্বরে এ সমাবেশ হয়। বাসদের জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদের সদস্যসচিব মমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলার সমন্বয়ক ও জেলা সদস্য আতিয়ার রহমান, সাদেক হোসেন, মিজানুর রহমান, ছাত্রনেতা যুগেশ ত্রিপুরা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মহামতি লেনিন আজ থেকে শত বর্ষ পূর্বে কার্ল মার্কসের তত্ত্বকে সঠিক প্রমাণ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে ঐতিহাসিক বাস্তবতার এক নজির স্থাপন করেন। সারা দুনিয়ার মানুষের কাছে শোষণ বৈষম্যহীন একটি সামাজিক মালিকানাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। নারী স্বাধীনতা, উৎপাদনের প্রত্যেকটি স্তরে নারীর অংশগ্রহণ, বিজ্ঞান চর্চার অবারিত সুযোগ সৃষ্টি, মহাকাশ অভিযান, সব ক্ষেত্রেই সফলতার দুয়ার উন্মুক্ত করে দেন। সেই স্বপ্নকে ধারণ করে দুনিয়ার দেশে দেশে শ্রমজীবী মেহনতি মানুষ সমাজতান্ত্রিক দল গঠনের চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯৮০ সালের ৭ নভেম্বর কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদ গঠিত হয়।

বক্তারা আরও বলেন, বাসদ ধারাবাহিকভাবে জনজীবনের নানা সংকটে সাধ্যানুযায়ী লড়াই সংগ্রাম করে জনগণের পাশে দাঁড়িয়েছে। তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর, প্রকৃতি-পরিবেশ রক্ষার আন্দোলন যেমন করেছে, পাশাপাশি কৃষকের ফসলের ন্যায্যমূল্য, অসহায় দুস্থ শ্রমজীবীদের সারা বছর কাজ, গ্রাম শহরে রেশনিং ও ওএমএস চালুর আন্দোলন অব্যাহত আছে।

এ সময় বক্তারা সম্প্রতি বর্ধিত ডিজেলের মূল্য প্রত্যাহার, যানবাহনের অতিরিক্ত ভাড়া বাতিল করার আহ্বান জানান। পাশাপাশি বাসদসহ বাম প্রগতিশীল সংগঠনের হাতকে শক্তিশালী করার কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত