Ajker Patrika

ধর্ষণচেষ্টার অভিযোগ করে হুমকির মুখে

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ৪১
ধর্ষণচেষ্টার অভিযোগ করে হুমকির মুখে

বখাটের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে চরম বিপাকে রয়েছে এক স্কুলছাত্রীর (১৪) পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের।

গতকাল শুক্রবার সকালে ওই স্কুলছাত্রী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার বিকেলে বাড়িতে বসে বই পড়ছিল সে। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আধুনা গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে সুমন মোল্লা তাদের বাড়িতে ঢুকে পড়ে।

এরপর তাঁর (স্কুলছাত্রী) মুখ চেপে ধরে ঘরে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সুমন পালিয়ে যায়।

ওই শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে সরিকল তদন্ত কেন্দ্রে বখাটে সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এরপর থেকে সুমন ও তাঁর সহযোগীরা তাঁদের অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি অভিযোগ না তুলে নিলে হলে মা-মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এতে পুরো পরিবার আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফোরকান হাওলাদার জানান, ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে মাদক সেবনসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত