Ajker Patrika

চেয়ারম্যানের বিচারের দাবিতে মিছিল

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১১
চেয়ারম্যানের বিচারের দাবিতে মিছিল

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর বিচার দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। ধর্ষণ মামলায় বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে ঝাড়ু মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। এতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, চাকরি ও বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের ঘটনায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ধর্ষণে সহযোগিতা করায় মোর্শেদা বেগম নামের এক নারীকেও আসামি করেন ভুক্তভোগী ওই নারী। চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন। তাঁর মোবাইল ফোনও বন্ধ। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ধর্ষক চেয়ারম্যানকে পদ থেকে বহিষ্কার এবং অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাত-আট মাস আগে বাচ্চুর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় সূত্রে তাঁকে ঢাকায় চাকরি ও বিয়ে কথা বলে গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার দক্ষিণ বনশ্রীর একটি বাসায় নিয়ে যান চেয়ারম্যান আক্তারুজ্জামান। ওই সময় তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ ৬ জানুয়ারি মামলার ২ নম্বর আসামি এক নারীর দক্ষিণ বনশ্রীর বাসায় নিয়ে যান চেয়ারম্যান।

আসামি মোর্শেদা বেগমকে ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত