Ajker Patrika

চট্টগ্রামের ২৫ শাখায় সম্মেলন করল সিপিবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ৩৫
চট্টগ্রামের ২৫ শাখায় সম্মেলন করল সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন আগামী ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে চলতি ডিসেম্বর মাসে চট্টগ্রামের থানা, উপজেলা শাখার সম্মেলন শুরু হয়েছে। ইতিমধ্যে ২৫টি শাখায় সম্মেলন সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামের মীরসরাই উপজেলা সিপিবির সম্মেলনে ফরিদুল ইসলাম সভাপতি, পলাশ কিশোর পাল সাধারণ সম্পাদক এবং জানে আলম সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই উপজেলার জোরারগঞ্জ, সাহেরখালী, করেরহাট, মায়ানী শাখার সম্মেলনও হয়েছে।

রাউজান উপজেলা শাখায় আইনজীবী কামাল সাত্তার চৌধুরী সভাপতি এবং অনিরুদ্ধ বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সীতাকুণ্ডের বারৈয়াঢালা শাখায় মোস্তফা মেম্বার সম্পাদক ও ভগীরথ দে সহসম্পাদক নির্বাচিত হয়েছেন। একই উপজেলার লতিফপুর শাখায় জামাল উদ্দিন সম্পাদক ও আবু তাহের সহসম্পাদক এবং সীতাকুণ্ড সদর শাখায় ইমরান চৌধুরী সম্পাদক ও আলী হোসেন সহসম্পাদক নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম নগরীর হালিশহর শাখার সম্মেলনে ইমতিয়াজ সবুজ সাধারণ সম্পাদক, পাহাড়তলী শাখায় সাদেক চৌধুরী সাধারণ সম্পাদক ও পূর্ণ দাশ সহসাধারণ সম্পাদক হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত