Ajker Patrika

লাইভে এসে বিচার চাইলেন ছাত্রলীগকর্মী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৭
লাইভে এসে বিচার চাইলেন ছাত্রলীগকর্মী

ঢাকার ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাহিবুর রহমান মুন্নাকে (২৪) পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গত বুধবার রাত ৯টার দিকে সূয়াপুর বাজারের হানিফ আলীর দোকানের সামনে প্রকাশ্যে তাঁকে মারধর করা হয়। ভুক্তভোগী মুন্না সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার রাত ১০টার দিকে আহত মুন্নাকে হাসপাতালে নেওয়ার সময় রিয়ন নামের একজনের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন আহত মুন্না। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে দোষীদের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর বেনজীর আহমদের কাছে বিচারের দাবি করেন।

পরদিন বৃহস্পতিবার দুপুরের দিকে ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী মুন্নার মা হাজেরা বেগম ১২ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, সূয়াপুর বাজার এলাকার রাসেল (৩৫) ও ইব্রাহীম (২৫), রাসেল মিয়া (২৪), হানিফ (৪৫), তোতা (৫০), খবির (৫২), সামছুল (৪৫), জালাল (৪৮), নিজাম (৫৫), রৌহা এলাকার পাঞ্জু (৪০), শিয়ালকুল এলাকার আওলাদ (৩৫), ঈশাননগর এলাকার আব্দুস সবুর লেবু (৫৫)।

ধামরাই থানার এসআই প্রদীপ বিশ্বাস বলেন, এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় তার মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত