Ajker Patrika

মিরপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে প্রাণ গেল কৃষকের

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১২: ৩৫
মিরপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে প্রাণ গেল কৃষকের

কুষ্টিয়ার মিরপুরে শিয়াল মারার জন্য তৈরি করা বিদ্যুতের ফাঁদে পড়ে আব্দুল হক ওরফে হক সাহেব (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলা মালিহাদ ইউনিয়নের আবুরী মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরী মাঠপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে পলাশ বলেন, ‘রোববার রাতে রাতে মরিচের চারা কেনার জন্য এলাকার খবির উদ্দিনের ছেলে শুকচাঁদ আলীর সঙ্গে কথা বলেন বাবা। সকালে তিনি চারা কেনার জন্য যান। পরে খবর আসে মাঠে মরিচের জমির আইলে মারা গেছেন বাবা।’ পলাশ বলেন, ‘জমির চারপাশ বিদ্যুতের লাইন দিয়ে পরিকল্পিতভাবেই বাবাকে হত্যা করা হয়েছে।’

নিহতের ফুপাতো ভাই আহাম্মদ আলী বলেন, ‘খোলা মাঠে এভাবে বিদ্যুতের ফাঁদের কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। যেহেতু দুর্ঘটনার সময় জমির মালিক (যিনি বিদ্যুতের ফাঁদ পেতেছেন) ছিলেন, তাহলে এ মৃত্যু অস্বাভাবিক।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মস্তফা বলেন, শিয়াল মারার জন্য তৈরি বিদ্যুতের ফাঁদে পড়ে আব্দুল হক নামের এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনান্দ কুমার কুন্ডু বলেন, ‘সাধু উপায়ে বিদ্যুতের অপব্যবহারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে কৃষক আব্দুল হকের মৃত্যুর পর থেকে অভিযুক্ত শুকচাঁদ আলী পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত