Ajker Patrika

মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ০২
মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপির করা মামলার আবেদন খারিজ হয়ে গেছে।

গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনালের বিচারক ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা গতকাল দুপুর ১২টার দিকে মামলার ফাইল জমা দিয়েছিলেন। এতে সংগঠনের সিনিয়র সহসভাপতি হানিফ মিয়া বাদী হন।

সংগঠনের নেতারা সাংবাদিকদের জানিয়েছিলেন, মুরাদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ অনুষ্ঠানে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেন। এর প্রতিবাদে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুরের সভাপতি একরামুল হক, সিনিয়র সহসভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক শফি কামাল, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য আফতাব উদ্দিনসহ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত