Ajker Patrika

মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতক্ষীরা প্রতিনিধি
মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা, ত্রিশমাইল ও বিনেরপোতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বুলডোজার দিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজ, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এ সময় সওজ, সাতক্ষীরার উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জিয়াউদ্দীন সঙ্গে ছিলেন।

অনিন্দিতা রায় বলেন, পাটকেলঘাটা থেকে কালিগঞ্জ পর্যন্ত সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আরও দুই দিন এ উচ্ছেদ অভিযান চলবে। অভিযান শেষে রাস্তার দুধারে সীমানা পিলার বসানো হবে। যাতে সওজের জায়গা কেউ অবৈধভাবে দখল করতে না পারে।

মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে কেউ দোকান বানিয়েছে। আবার কেউবা বাড়ি বানিয়েছে। মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান হয়। কিন্তু উচ্ছেদের পর আবারও তারা একই জায়গায় স্থাপনা নির্মাণ করে। এবার উচ্ছেদ করে সীমানা পিলার বসানো হবে। যাতে কেউ উচ্ছেদ করা জায়গায় আবার স্থাপনা নির্মাণ করতে না পারে।

মুহাম্মদ জিয়াউদ্দীন আরও জানান, ভোমরা-খুলনা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। পদ্মা সেতু চালু হওয়ার পর এ মহাসড়কের গুরুত্ব আরও বেড়ে গেছে। আগামীতে এ মহাসড়ক চার লেনে উন্নীত করার একটি মহাপরিকল্পনা রয়েছে। তাই প্রস্তুতি হিসেবে মহাসড়কের দুধারে বসানো দোকান-পাট, অফিসঘর ও বাড়ি-ঘর উচ্ছেদ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত