Ajker Patrika

কালীগঞ্জে সড়কে পানি চলাচলে ভোগান্তি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৩
কালীগঞ্জে সড়কে পানি চলাচলে ভোগান্তি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সদরের পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক ও কাকিনা-রংপর সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হয়ে শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টিতে লালমনিরহাট-বুড়িমারী প্রধান সড়কের পার্শ্ববর্তী সংযোগ সড়কগুলোর মধ্যে কাকিনা-রংপর, তুষভান্ডার-আমিনগঞ্জ, তুষভান্ডার-চাপারহাট, কালীগঞ্জ-চামটাহাটন সড়কের বেশ কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। এসব সড়কে চলাচলে রীতিমতো নাকাল হয়ে পড়েছেন চলাচলকারীরা। বিশেষ করে মোটরসাইকেল ও রিকশা চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক স্থানে রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে, সড়কগুলোতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আশপাশের বাসাবাড়ি, হোটেল রেস্তোরাঁর পানি নিষ্কাশন হয় সড়কের ওপর দিয়ে। ফলে সড়কগুলো সংস্কার করা হলেও কার্পেটিং উঠে গিয়ে তৈরি হচ্ছে খানাখন্দ। এতে চলাচলে যানবাহনসহ পথচারীদের পড়তে হয় ভোগান্তিতে।

কাকিনা-রংপর সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুলাহ আল মামুন বলেন, ‘এ সড়কে পানি জমলে নামতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। কষ্ট করে সড়কটি দিয়ে গাড়ি চালাতে হয়।’

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, ‘এসব রাস্তার বেশির ভাগই এডিবি প্রকল্পে দেওয়া আছে, বর্ষার আগে কাজ হয়ে যাবে। কাকিনা-রংপুর সড়কের কাজটি খুব দ্রুত করার ব্যাপারে নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত