Ajker Patrika

গজারিয়ায় বিষে মরল ঘেরের মাছ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ০৭
গজারিয়ায়  বিষে মরল ঘেরের মাছ

মুন্সীগঞ্জের গজারিয়ার বড় রায়পাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে মরে গেছে ২০ লাখ টাকার মাছ। গতকাল শুক্রবার রাতে উপজেলার রায়পাড়া এলাকার জিয়া ঢালীর ১৫০ একর আয়তনের মাছের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়।

ঘেরের এক কর্মচারী বলেন, ‘ফজরের আজানের কিছু আগে টের পেলাম মাছ লাফাচ্ছে। লাইট মেরে দেখি প্রচুর মাছ লাফাচ্ছে। বুঝতে পারলাম মাছের কোনো সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে মালিককে বিষয়টি জানাই। এর কয়েক ঘণ্টার মধ্যেই মাছের লাফালাফি বন্ধ হয়ে যায় এবং সব মাছ মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন প্রধান বলেন, ‘গ্রামের ঈদগা, কবরস্থান কমিটি থেকে গত কয়েক বছর ধরে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল জিয়া। এ বছর অনেক টাকা বিনিয়োগ করেছে। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে কয়েক ঘণ্টার মধ্যেই সব মাছ মরে গেছে। এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই।’

ক্ষতিগ্রস্ত ঘের মালিক জিয়া বলেন, ‘বিষ প্রয়োগ করে মাছ মারায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি। সেই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমি তাঁদের বিচার চাই।’ এ ঘটনায় জিয়া ঢালী বাদী হয়ে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দীন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত