Ajker Patrika

কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ০৩
কৃত্রিম সংকট দেখিয়ে  বেশি দামে সার বিক্রি

রাজশাহীর পুঠিয়ায় ডিলাররা রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকেরা বলছেন,এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও সুরাহা মিলছে না কোনো।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ এলাকায় বিসিআইসির ডিলার রয়েছেন আটজন ও বিএডিসির ডিলার রয়েছেন ১৩ জন। আর সাবডিলার আছেন আরও তিন শতাধিক।

জিউপাড়া এলাকার কৃষক আজগর আলী বলেন, ইউরিয়া এবং ডিএপি সারের সরকার নির্ধারিত খুচরা মূল্য ৮০০ টাকা বস্তা। টিএসপি ১১ শ টাকা এবং এমপি ৭৫০ টাকা বস্তা। অথচ ডিলাররা চাষিদের কাছ প্রতি বস্তা ইউরিয়া সার বিক্রি করছেন ৮৫০-৯০০ টাকায়। ডিএপি ১ হাজার থেকে ১২ শ টাকা, টিএসপি ১২ শ থেকে ১৪ শ টাকা ও এমপি ৮৫০ টাকা দরে বিক্রি করছেন। আর দেশীয় উৎপাদিত টিএসপি ও ডিএপি সার দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে।

শিলমাড়িয়া ইউপি এলাকার চাষি আলী হোসেন বলেন, কৃষি অফিসের লোকজন নিয়মানুযায়ী মনিটরিং করছেন না। ফলে ডিলারেরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না বলে প্রচার করছেন। এরপর বেশি দাম দিলেই মিলছে সার। তবে ডিলাররা কোনো চাষিকেই সার বিক্রির রসিদ দেন না। কেউ ডিলারদের কাছে কেনার রসিদ চাইলে তাঁদের কাছে সার বিক্রি করছেন না।

নাম না প্রকাশের শর্তে একজন সার ডিলার বলেন, ডিলার ও সাবডিলাররা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন এটা সত্য। নিয়ম অনুযায়ী, সারের দোকানে মূল্যতালিকা ঝুলিয়ে রাখার কথা। এ ছাড়া প্রতিটি ক্রেতাকে রসিদ দেওয়ারও নিয়ম রয়েছে। কিন্তু কোনো ডিলারই সেসব নির্দেশনা মানছেন না।

রাজশাহী জেলা সার ডিলার সমিতির সাবেক সভাপতি ওসমান আলী বলেন, পুঠিয়াতে বিএডিসি ও বিসিআইসি ডিলাররা কখনোই সরকার নির্ধারিত সারের দামের বেশি নেন না। তবে ডিলারেরা বর্তমানে খুবই অল্প পরিমাণে টিএসপি সারের বরাদ্দ পাচ্ছেন। আর অনেক কৃষক আছেন যাঁরা টিএসপিই নেবেন। সে ক্ষেত্রে হয়তো খুচরা বিক্রেতারা বেশি দাম নিতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া বলেন, ‘বাজার মনিটরিং করা হচ্ছে। টিএসপির চাহিদা কমাতে সরকার ডিএপি সারে অনেক ভর্তুকি দিচ্ছে। এতে টিএসপির আমদানি কিছুটা কম। তাই ডিলারদের বরাদ্দও কম দেওয়া হচ্ছে। বাকি সব সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সারের দাম বেশি নেওয়ার বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত