Ajker Patrika

বেলকুচিতে বিএনপির ৯ সদস্যের পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
বেলকুচিতে বিএনপির ৯ সদস্যের পদত্যাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৯ সদস্য পদত্যাগ করেছেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন ও কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবর এই পদত্যাগ পত্র জমা দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী নেতারা হলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আজম, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, নজরুল ইসলাম ঝন্টু, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম ফারুক ও হাতেম আলী।

বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার কারণে বেলকুচিতে বিএনপি আজ দুর্বল হয়ে পড়েছে। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। এতে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বেলকুচিতে বিএনপি শক্তিশালী করতে হলে সবার মতামত নিয়ে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘দেড় বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে অথচ এই আহ্বায়ক কমিটি দলীয় কর্মসূচি পালন তো দূরের কথা কোনো দিন আহ্বায়ক কমিটির মিটিং করতে পারেনি। এর মধ্যে গত তিন মাস আগে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মৃত্যুবরণ করেন।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৯ সদস্য একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন। জেলা বিএনপির আগামী নির্বাহী সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত