Ajker Patrika

অজ্ঞান পার্টির আতঙ্কে পাহারা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২২, ১৪: ০২
অজ্ঞান পার্টির আতঙ্কে পাহারা

কেশবপুরে দুই দিনের ব্যবধানে খতিয়াখালী গ্রামে এক শিক্ষকের বাড়িসহ দুটি বাড়িতে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্কে দেখা দিয়েছে। অজ্ঞান পার্টির সদস্যদের ধরার জন্য এলাকাবাসী গ্রামের মোড়ে মোড়ে রাতে পাহারা বসিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের বাসিন্দা উপজেলার দোরমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র গোলদারের বাড়িতে দুষ্কৃতকারীরা চেতনানাশক স্প্রে দিয়ে পরিবারের সবাইকে অচেতন করে ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এর দুদিন আগে একই এলাকার মাধই দাসের বাড়িতেও একইভাবে চুরি হয়।

দোরমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র গোলদার বলেন, ‘দুষ্কৃতকারীরা আমাদের ঘরে ঢুকে ঘুমের মধ্যে চেতনানাশক স্প্রে দিয়ে পরিবারের সবাইকে অচেতন করে দেয়। এরপর ঘরের গেটের তালা ও জানালা ভেঙে মেয়ের বিয়ে উপলক্ষে তৈরি করা ১৩ ভরি স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

একইভাবে দুদিনের ব্যবধানে ওই এলাকায় দুটি চুরির ঘটনা ঘটায় গ্রামবাসীর মধ্যে চেতনানাশক স্প্রে চোর আতঙ্ক বিরাজ করছে।

খতিয়াখালী গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মৃণাল দাস বলেন, ‘অজ্ঞান পার্টির চোরদের ধরতে গ্রামের তিনটি মোড়ে রাতে গোপনে পাহারা শুরু করেছেন এলাকাবাসী। রাত ১২টার পর ওই এলাকায় কোনো অপরিচিত লোক পাওয়া গেলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এলাকার বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য স্বরজিৎ দাস বলেন, ‘এলাকাবাসীকে নিয়ে এ বিষয়ে বৈঠক ডাকা হয়েছে। প্রয়োজনে রাতে স্প্রে পার্টি ঠেকাতে পাহারার ব্যবস্থা করা হবে।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, ‘শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। চোর শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত