Ajker Patrika

রাজবাড়ী জেলা ইজতেমা শুরু বৃহস্পতিবার

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
রাজবাড়ী জেলা ইজতেমা শুরু বৃহস্পতিবার

তিন দিনব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। শহরের ভবানীপুর পৌর কবরস্থান সংলগ্ন মাঠে এ ইজতেমা শুরু হবে।

সরেজমিনে দেখা যায়, মুসল্লিদের জন্য বসানো হয়েছে অস্থায়ী অজুখানা, শৌচাগার ও টিউবওয়েল। রয়েছে যানবাহন রাখার পার্কিং ব্যবস্থাও। চলছে প্যান্ডেল ও মাঠ প্রস্তুতের কাজ।

রাজবাড়ী জেলা ইজতেমার তত্ত্বাবধানকারী রবিউল জাহান সরকার জানান, ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা ইজতেমা। কাকরাইল থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী ইজতেমা কাজ করেছেন তাবলিগ জামায়াতের ১২৫ জন মুসল্লি। তাঁরা নিজেরাই স্বেচ্ছায় বাঁশ, চট দিয়ে কাজ করছেন। এ ইজতেমায় জেলা ও প্রতিবেশী জেলার প্রতিনিধিসহ ২ থেকে ৪ হাজার মুসল্লির আগমন হবে। ইজতেমা শুরুর দিন থেকে শেষ হওয়ার আগের দিন পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান হবে। ৪ ডিসেম্বর জোহর নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা।

রবিউল জাহান আরও জানান, আখেরাতে আল্লাহকে খুশি করতে তাঁরা কাজ করছেন। চলতি মাসের ৭ নভেম্বর থেকে তাঁরা ইজতেমা আয়োজনের কাজ শুরু করেন। থাকা, খাওয়া, নামাজ আদায়, রাত্রি যাপনসহ সবকিছুই তাঁরা মাঠের এক পাশে তাঁবু টানিয়ে করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত