Ajker Patrika

মৌলভীবাজারে টিসিবির পণ্য পেতে লাগবে কার্ড

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৫: ১৬
মৌলভীবাজারে টিসিবির পণ্য পেতে লাগবে কার্ড

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে লাগবে কার্ড। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সঠিক নিয়মে কার্ড দিয়ে টিসিবি পণ্য বিক্রির লক্ষ্যে তালিকা করা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে।

টিসিবির ডিলাররা ঠিকমতো পণ্য বিক্রি করেন না। আবার লাইনে দাঁড়িয়ে স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট করে কম মূল্যে পণ্য কিনে তা আবার উচ্চমূল্যে বিক্রি করেন। আবারও অনেকই পরিবারের একাধিক সদস্য নিয়ে লাইনে দাঁড়িয়ে পণ্য নিচ্ছেন-ক্রেতাদের এমন অভিযোগ ওঠায় কার্ড প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিসিবির পণ্য বিক্রির প্রতারণা ঠেকাতে চালু হচ্ছে নতুন নিয়ম। বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন বিভাগ দফায় দফায় মিটিং করে টিসিবির পণ্য বিক্রির এই নতুন কৌশল নির্ধারণ করা হয়। এখন থেকে শুধু নির্দিষ্ট কার্ডধারী অসচ্ছল ব্যক্তি বা পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করতে পারবেন ডিলাররা। এই নিয়মের ফলে নিম্ন আয়ের মানুষ কম মূল্যে পাবে টিসিবির পণ্য।

মৌলভীবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্ব থাকা মখলিছুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে এ বিষয় নিয়ে জেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয় তালিকা তৈরির জন্য। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে তালিকা করতে। তালিকা ইউনিয়ন থেকে উপজেলায় আসবে, উপজেলা থেকে জেলায়, জেলা থেকে মন্ত্রণালয়ে গিয়ে চূড়ান্ত তালিকা অনুমোদন হবে।

এখন চলছে ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী বাছাইয়ের কাজ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ তালিকা তৈরি করে উপজেলা কমিটির কাছে পাঠাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌলভীবাজার জেলার সাত উপজেলার মধ্যে বড়লেখায় ২ হাজার ৬৪৯, জুড়ীতে ৩ হাজার ৩৫৪, কুলাউড়ায় ৩ হাজার ৯৫, কমলগঞ্জে ৪ হাজার ৯০, সদরে ৪ হাজার ১৪৭, রাজনগরে ২ হাজার ৮৭১ এবং শ্রীমঙ্গল উপজেলা ৮ হাজার ১৪৪টি কার্ডের তালিকা দেওয়ার কথা রয়েছে।

রাজনগরের ইউএনও প্রিয়াঙ্কা পাল বলেন, ‘জেলা প্রশাসন কার্যালয় থেকে আমাদের তালিকা করার কথা বলা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান এই তালিকা তৈরি করছেন।’

কমলগঞ্জের ইউএনও আশেকুল হক জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ইতিমধ্যে তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত জেলা প্রশাসন কার্যালয়ে তালিকা পাঠিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত