Ajker Patrika

ব্যাংক থেকে গ্রাহকের ১০ লাখ টাকা চুরি

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ০৭
ব্যাংক থেকে গ্রাহকের ১০ লাখ টাকা চুরি

ফরিদপুরে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় এক গ্রাহকের ১০ লাখ টাকা চুরির হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের ঝিলটুলীর শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে নাজমা বেগম (৪৮) নামে এক স্কুল শিক্ষিকা সোনালী ব্যাংকের করপোরেট শাখায় ১০ লাখ ৬০ হাজার টাকা তাঁর হিসাবে জমা দিতে আসেন। ক্যাশ জমার স্লিপ লেখার সময় তাঁর পাশ থেকে এক যুবক টাকার ব্যাগটি চুরি করে নিয়ে যায়।

নাজমা বেগম বলেন, প্রথমে আমি জমা স্লিপ লিখলে সেখানে টাকার পরিমাণ লেখা ভুল হওয়ায় পরে আবার নতুন করে স্লিপ লিখতে গেলে এক ব্যক্তি টাকার ব্যাগ চুরি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, পোস্ট অফিসে রাখা টাকা মেয়াদ পূর্ণ হওয়ায় উঠিয়ে সোনালী ব্যাংকে জমা দিতে এসে এ ঘটনা ঘটে।

নাজমা ফরিদপুরের সদরের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরে।

ফরিদপুর করপোরেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ব্যাংকের সিসি ফুটেজ দেখে অনুসন্ধান চলছে। আশা করছি, শিগগিরই অপরাধীকে আইনের আওতায় আনতে পারব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত