Ajker Patrika

চাকরি পেলেন সেই আলমগীর

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৩
চাকরি পেলেন সেই আলমগীর

ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীরের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুদীপ কুমার চক্রবর্ত্তী, পুলিশ সুপার (এসপি), বগুড়া জেলা-এর উদ্যোগে গতকাল তাঁকে চাকরি দেওয়া হয়।

বাংলাদেশের বিখ্যাত রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এর ‘রিসার্চ এসোসিয়েট’ পদে তাঁকে চাকরি দেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। গতকাল আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন স্বপ্নের পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।

আর্থিক অনটনের কারণে আলমগীর কবিরের (শিক্ষাসনদে আলমগীর হোসেন) তিন বেলা ঠিকমতো খাওয়া হচ্ছিল না। এ কারণে সম্প্রতি তিনি আশ্রয় নেন “বিজ্ঞাপনের”। দেয়ালে সাঁটানো বিজ্ঞাপনে তিনি জানান, “শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।”’ সেই বিজ্ঞাপনের ছবি ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। এর পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি।

আলমগীর কবির বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত