Ajker Patrika

‘ভাঙা পা পরাধীনতা মানে না’

মীর মো. মহিব্বুল্লাহ, বরিশাল থেকে
‘ভাঙা পা পরাধীনতা মানে না’

গত মাসে সড়ক দুর্ঘটনায় পা ভাঙে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনের। ভাঙা পা নিয়ে যেখানে বিশ্রামে থাকার কথা ছিল, সেখানে হুইলচেয়ারে করে এসেছেন বিএনপির গণসমাবেশ সফল করতে। শুধু তাই নয়, সবুজের ব্যান্ডেজ পায়ে লেখা, ‘ভাঙা পা পরাধীনতা মানে না’। এ ছাড়া বঙ্গবন্ধু উদ্যান (পুরাতন বেলস পার্কে) সকাল থেকে সভামঞ্চের একদম সামনের সারিতে থেকে স্লোগান দিয়ে নেতা-কর্মীদের চাঙা করছেন তিনি।

সবুজ আকনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘গত মাসে সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙেছে। আমি অসুস্থ, তবুও মন যে মানে না। রাজপথে থেকে আমি বড় হয়েছি, তাই রাজপথে না এসে পারলাম না। দেশের মানুষ আজ জেগে উঠেছে, আমি আমার সহযোদ্ধাদের নিয়ে সমাবেশ সফল করে বাসায় যাব।’

শুধু সবুজ আকনই নন, বরিশালের বিভিন্ন জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার নেতা-কর্মী যোগ দিয়েছেন গণসমাবেশস্থলে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বঙ্গবন্ধু উদ্যান।

সমাবেশে দ্বীপ চর উপজেলা রাঙ্গাবালী থেকে এসেছেন ৮০ ঊর্ধ্ব জাহাঙ্গীর মিয়া। তাঁর সঙ্গে কথা হলে বলেন, ‘এত বছর পর আমার দলের সমাবেশ আর আমি আসমু না, তা কী করে হয়। শেষ বয়সে সমাবেশ সফল করতে আসছি, এটাই আমার জন্য বড় সার্থকতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত