Ajker Patrika

আইসিটি শিক্ষকের সংকট পিছিয়ে মুলাদীর শিক্ষার্থীরা

আরিফুল হক তারেক, মুলাদী
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৪১
আইসিটি শিক্ষকের সংকট  পিছিয়ে মুলাদীর শিক্ষার্থীরা

মুলাদীতে অর্ধেকের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক। শিক্ষকের অভাবে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের আবশ্যিক বিষয়টিতে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠানগুলোয় চাহিদামতো শিক্ষক না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানপ্রধানেরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলায় ৭টি কলেজ, ২টি কারিগরি কলেজ, ১৯টি মাদ্রাসা, ৩৪টি মাধ্যমিক ও ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র ৩১টি বিদ্যালয়ে আইসিটি শিক্ষক রয়েছে। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা জানান, শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষক দিয়ে এ বিষয়টি পড়ানো হচ্ছে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ নেই, সমাজবিজ্ঞান শাখার শিক্ষকদের ১৫ দিনের প্রশিক্ষণ দিয়ে আইসিটি পাঠদান করানো হচ্ছে।

উপজেলার সফিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান বলেন, আইসিটি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো যাচ্ছে না।

সৈয়দেরগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইউসুফ খান বলে, ‘বিদ্যালয়ের আইসিটি শিক্ষক না থাকায় বিজ্ঞান বিভাগের শিক্ষক দিয়ে আমাদের পাঠদান করা হয়েছে।’

চরকালেখান আদর্শ কলেজের আইসিটি শিক্ষক আনিচুর রহমান জানান, উচ্চমাধ্যমিক পর্যায়ে আইসিটির পাঠ্যক্রম অনেক বিস্তৃত। মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী এ বিষয়ে যথাযথ শিক্ষা পায় না। তাই উচ্চমাধ্যমিক স্তরে সমস্যায় পড়ে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানপ্রধানেরা বিজ্ঞপ্তি অনুযায়ী চাহিদা পাঠান। এনটিআরসিএ যাঁদের সুপারিশ করেন, শুধু তাঁদের নিয়োগ দেওয়া যায়। উপজেলার শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়ে পুনরায় সুপারিশ পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত