Ajker Patrika

পরীক্ষামূলক চাষে বিঘায় ফলন ৫ মণ

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৩: ৫৭
পরীক্ষামূলক চাষে বিঘায় ফলন ৫ মণ

বুড়িচংয়ে পরীক্ষামূলক বিনা সরিষা-৯ চাষ করেছেন উপজেলার শিকারপুর গ্রামের কৃষক জুলফু মিয়া। এতে বিঘাপ্রতি পাঁচ মণ ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে রাজস্ব খাতের প্রদর্শনী হিসেবে এই চাষ করা হয়।

এদিকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের বিনা সরিষা-৯ জাতের বীজ সংগ্রহের পরিকল্পনা থাকায় উৎপাদিত সরিষা ভোজ্যতেলের জন্য বিক্রি না করে বীজ হিসেবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে উপজেলা কৃষি বিভাগ। সম্প্রতি বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিকারপুর গ্রামে সরেজমিন তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিনা উপকেন্দ্র কুমিল্লা ১০০ কেজি বিনা সরিষা-৯-এর বীজ সংগ্রহ করে। কুমিল্লা অঞ্চলের উপযোগী উচ্চফলনশীল জাত উদ্ভাবনে গবেষণার জন্য সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এ সময়ে বিনা উপকেন্দ্র কুমিল্লার পক্ষে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জুয়েল সরকার ও অর্পিতা সেন এবং উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ও মো. শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

এই চাষপদ্ধতিতে উপজেলার খাড়াতাইয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইস্রাফিল প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

কৃষক জুলফু মিয়া বলেন, ‘জাওয়াদের কারণে সময়মতো সরিষা বুনতে পারি নাই। তারপরও বিনা সরিষা-৯ চাষ করে বিঘাপ্রতি পাঁচ মণ হারে ফলন পেয়েছি। ৪৫ কেজি বীজ রেখে দিয়েছি। ভবিষ্যতে আশপাশের চাহিদা পূরণ ও নিজে চাষ করার জন্য অনেক কৃষক বিনা সরিষা-৯ জাতটি চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, ‘জাওয়াদের প্রভাবে সরিষা ক্ষতিগ্রস্ত হওয়া এবং সয়াবিন তেলের দাম বৃদ্ধি—এই দুই কারণে বাজারে সরিষার দাম বেড়ে গেছে। বুড়িচং উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধির কারণে সরিষা বীজের চাহিদা আরও বাড়বে। আগামী বছর যাতে সরিষার বীজের ঘাটতি না হয়, সেই লক্ষ্যে আমরা বীজ সংরক্ষণ করে প্রস্তুতি নিয়ে রেখেছি। পাশাপাশি বিভিন্ন ফসলের বীজ উদ্যোক্তা তৈরি করতে কাজ করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার বলেন, ‘বিনা উপকেন্দ্রে বীজ সরবরাহ করতে পারাটা আমাদের বীজ উৎপাদন সক্ষমতার একটি প্রতিচ্ছবি। বীজ উৎপাদন ও বীজ ব্যবসা করতে আগ্রহী সবাইকে আমাদের পক্ষ থেকে সব কারিগরি পরামর্শ দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত