Ajker Patrika

‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস-২’ সিনেমার প্রিমিয়ার

‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস-২’ সিনেমার প্রিমিয়ার

লুসিয়া ও অস্কার দুই বন্ধু। তাদের স্কুল থেকে চুরি হয়ে যায় জাদুর ক্রিস্টাল, যেটা দিয়ে ক্রিসমাসের উপহার তৈরি করা হয়। সবাই ভাবে ক্রিস্টালটি অস্কার চুরি করেছে। কিন্তু লুসিয়াকে অস্কার জানায়, ক্রিস্টালটি সে চুরি করেনি। ঘটনাক্রমে তারা জানতে পারে দ্য গ্রেট গ্রে নামে ক্রিসমাসবিরোধী দুষ্ট লোকজনের একটি দল চুরি করেছে এই ক্রিস্টাল। কারণ তারা চায় না পৃথিবীতে ক্রিসমাস পালন করা হোক। লুসিয়া আর অস্কারের জাদুর ক্রিস্টাল উদ্ধারের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ২: দ্য উইন্টার ক্রিস্টাল’। সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে আগামীকাল বেলা ৩টায় দুরন্ত টিভিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত