Ajker Patrika

হাসপাতাল থেকে দালালচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২১: ২০
হাসপাতাল থেকে দালালচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালালচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি এলাকার শাহিন শেখ (২৫), রাব্বি শেখ (২৪), নাহিদ মৃধা (১৯), শহিদুল ইসলাম (৩০) ও রুমান হোসেন (২৯), মঙ্গলকোট এলাকার রাসেল শেখ (২৬) ও মোহাম্মদ জামাল ওরফে নাসির (৪৯), শহরের চর কমলাপুর এলাকার প্লাবন মোল্যা (২৪)।

সংবাদ সম্মেলনে জামাল পাশা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকা হতে হাসপাতালে আগত রোগীদের গাড়ি প্রতিরোধ করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করতেন। উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা–পুলিশের একটি দল গত বৃহস্পতিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় উপপরিদর্শক মাসুদ ফকির মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত