Ajker Patrika

তালতলীতে শিক্ষার্থীদের টিকাদান শুরু

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ৩৬
তালতলীতে শিক্ষার্থীদের টিকাদান শুরু

বরগুনার তালতলীতে স্কুল-কলেজের প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে ৮৩০ জন শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হয়। গতকাল বুধবার সকাল থেকে টিকা নিতে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়।

বুধবার সকাল নয়টায় উপজেলা পরিষদ হলরুমে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজবি উল কবির জোমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুর কবির, তালতলী হাসপাতালের মেডিকেল অফিসার ফাইজুর রহমান, তালতলী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। প্রথম দিন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মুনয়েম সাদ বলেন, ‘১২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চালবে। আজকে একটি স্কুলের ৮৩০ জনকে শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। বাকি স্কুলগুলো ২৫ জানুয়ারির ভেতরে শেষ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত