Ajker Patrika

পূজায় ভোজ বুঝে-শুনে

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১: ২৭
পূজায় ভোজ বুঝে-শুনে

দুর্গাপূজায় বিভিন্ন জায়গায় মেলা বসে। এই মেলায় বিশেষ আকর্ষণ থাকে শিশু, কিশোর ও তরুণদের। রকমারি পণ্য তো পাওয়া যায়ই, সঙ্গে পাওয়া যায় হরেক রকমের খাবার। বিক্রি হয় মিষ্টি, খাজা, গজা, শনপাপড়ি, কদমা, ডুবো তেলে ভাজা পাঁপড়, নকুল দানা, সন্দেশ ইত্যাদি।

কিন্তু এসব খাবার খাওয়ার পর অনেকে স্বাস্থ্যসংকটে পড়তে পারে। তাই স্বাস্থ্য সুরক্ষায় নিজেকে এসব থেকে বিরত রাখা প্রয়োজন।

মনে রাখতে হবে

  • ডায়াবেটিসের রোগীসহ শিশু ও অন্য সব বয়সীকেই পরিমিত পরিমাণে মিষ্টি খাওয়া উচিত।  
  • পর্যাপ্ত পানি পান করতে হবে। বাসা থেকে বের হওয়ার সময় বিশুদ্ধ পানির বোতল সঙ্গে রাখতে হবে। খুব ভালো হয় যদি পানি বাড়ি থেকেই নেওয়া যায়। 
  • তেলে ভাজা খাবার ও বাইরের মিষ্টি শরবত না খাওয়াই ভালো।
  • পরিমিত পরিমাণে লুচি, সবজি ও আলুর দম খাওয়া যাবে। 
  • খোলা খাবার খাওয়া যাবে না। কারণ সেগুলোতে প্রচুর ধুলোবালি পড়ে ও মাছি বসে। পেটে সমস্যাসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে 
    সেসব খাবার।
  • উচ্চ রক্তচাপের রোগীরা বাইরে গিয়ে উচ্চ কোলেস্টেরল-জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
  • পাঁপড় ভাজা, পাকোড়া বা বড়া ভাজা, ফুলুরি ইত্যাদির মতো ডুবো তেলে ভাজা মুখরোচক খাবার না খাওয়াই ভালো। এতে পেটে গ্যাসের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত